Pages

বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১০

একখান জব্বর আইডিয়া!!! আপনার পেনড্রাইভের জায়গা বাড়িয়ে নিন........

আমরা সাধারণত দেখি যে পেনড্রাইভের ফম্যাট থাকে FAT বা FAT32, যার জন্য কিছু জায়গা কম পাওয়া যায়। আমরা চাইলে এটি NTFS ফরম্যাটে নিয়ে জায়গা বাড়িয়ে নিতে পারি।
সেজন্য প্রথমেই পেনড্রাইভটি ফরম্যাট করতে হবে। তারপর রানে গিয়ে cmd লিখে এন্টার দিন।এবং লিখুন convert X:/FS:NTFS লিখে এন্টার করুন। এখানে X এর জায়গায় আপনার পেনড্রাইভের যে ড্রাইভ লেটার আছে তা দিন যেমন J,I হলে ঐটা। এখন My Computer এ right click করে properties এ যান। এখানে Compress Drive To Save Disk Space অপশনে টিক চিহ্ন দিয়ে ok করুন। এখন Apply To Sub Folders and Files অপশনে ok করে বের হয়ে আসুন।
এখন পেনড্রাইভে কোন ফাইল কপি করলে বেশ জায়গা নিবে না ফলে অনেক মেমোরি বাঁচবে। কি হল না একটা জব্বর আইডিয়া??

5 মন্তব্য(গুলি):

আদনান শওকত বলেছেন...

আশা করি এই পোষ্ট সবারই ভালো লাগবে।

Unknown বলেছেন...

দারুন তো ...

আদনান শওকত বলেছেন...

জ্বী!!! ধন্যবাদ...

নামহীন বলেছেন...

ami ai blog a notun dhuklam. page gulo daklam. aro aktu shamna ago-e ar dakhi information gulo kamon kaja laga.
all the best

আদনান শওকত বলেছেন...

ধন্যবাদ...

একটি মন্তব্য পোস্ট করুন