Pages

শনিবার, ১৪ আগস্ট, ২০১০

উবুন্টুতে পুরাতন সফটওয়্যার ফিরে পাওয়ার সহজ উপায়!!!

আমরা অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হই আর তার মধ্যে একটা অন্যতম সমস্যা হল উবুন্টুতে অনেক সফটওয়্যার একসাথে ইন্সটল করার পর যদি হঠাৎ করে আবার উবুন্টু রিইন্সটল করতে হয় তাইলে তো আর হইসে। এখন কি করার। অনেকেই অনেক সময় মানে অনেক উবুন্টুজ্ঞানী অনেক জিনিসের কথা বলেছেন। ধরেন তার মধ্যে একটি হল APTONCD ব্যাবহার করা।  বা আমাদের জামাল ভাই আরো ভালো একটা পদ্ধতি দেখিয়ে দিয়েছেন। আমি আজকে আরেকটা সহজ পদ্ধতি শিখানোর প্রয়াস চালাচ্ছি। দেখা যাক কি হয়???