Pages

সোমবার, ২৬ এপ্রিল, ২০১০

উইন্ডোজ টুইক্স (পর্ব-১)

আসসালামুআলাইকুম... সবাই ভালো আছেনতো??? আজ আমরা উইন্ডোজের গতি বাড়ানোর কিছু পদ্ধতি বলবো। এটি রেজিস্ট্রি এডিটর দিয়ে করা লাগে। আজ আমরা শিখব কিভাবে উইন্ডজের স্টার্টাপের গতি বাড়ানো লাগে মাত্র কয়েক্টি কাজের মাধ্যমেই।

Windows Prefetcher
******************
[HKEY_LOCAL_MACHINE \ SYSTEM \ CurrentControlSet \ Control \ Session Manager \ Memory Management \ PrefetchParameters]
এখানে EnablePrefetcher নামে একটা সেটিং আছে। ঐখানে ভ্যালু ৩ এর বদলে ৫ করে দিন তাইলে Prefetcher আরো জলদি কাজ করতে পারবে ফলে পিসি স্টার্ট হবে অনেক জলদি।