বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১০
বিনা ভিসাতে বিদেশ ভ্রমন!!! :P
শিরোনাম দেখে হয়তো অনেকে ভ্রু কুঁচকাচ্ছেন। ভাবছেন এটাও কি সম্ভব! :|| জ্বী, বিশ্বের এমন কিছু দেশ আছে যেখানে যেতে ভিসার প্রয়োজন নেই, শুধু বাংলাদেশের পাসপোর্ট থাকলেই হবে। আর এমন কিছু দেশ আছে যেখানে ল্যান্ড করার পরে এয়ারপোর্ট থেকে (on arrival) ভিসা পাওয়া যায়, তবে কোন কোন দেশের ক্ষেত্রে অবশ্য ফি দিতে হয়। :-P
Travel ভিসা ছাড়া যাওয়া যাবে এবং অবস্থান করা যাবে এমন দেশগুলো হচ্ছে এশিয়া মাহাদেশের মধ্যে ভুটান (যত দিন ইচ্ছা), শ্রীলংকা (৩০ দিন), দ: কোরিয়া (৯০ দিন), আফ্রিকা মহাদেশের মধ্যে কেনিয়া (৩ মাস), মালাউই (৯০ দিন), সেশেল (১ মাস), আমেরিকা মাহাদেশের মধ্যে ডোমিনিকা (২১ দিন), হাইতি (৩ মাস), গ্রানাডা (৩ মাস), সেন্ট কিট্স এ্যান্ড নেভিস (৩ মাস), সেন্ড ভিনসেন্ট ও গ্রানাডাউন দ্বীপপুঞ্জ (১ মাস), টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ (৩০ দিন), মন্টসের্রাট (৩ মাস), ব্রিটিশ ভার্জিন দ্বীপমালা (৩০ দিন), ওশেনিয়া মাহাদেশের মধ্যে ফিজি (৬ মাস), কুক দ্বীপপুঞ্জ (৩১ দিন), নাউরু (৩০ দিন), পালাউ (৩০ দিন), সামোয়া (৬০ দিন), টুভালু (১ মাস), নুউ (৩০ দিন), ভানুয়াটু (৩০ দিন) এবং মাক্রোনেশিয়া তিলপারাষ্ট্র (৩০ দিন) অন্যতম।
এছাড়াও যেসব দেশে প্রবেশের সময় (on arrival) ভিসা পাওয়া যাবে সেগুলো হচ্ছে এশিয়ার মধ্যে আজারবাইজান (৩০ দিন, ফি ১০০ ডলার), জর্জিয়া (৩ মাস), লাউস (৩০ দিন, ফি ৩০ ডলার), মালদ্বীপ(৩০ দিন), মাকাউ (৩০ দিন), নেপাল (৬০ দিন, ফি ৩০ ডলার), সিরিয়া (১৫ দিন), পূর্ব তিমুর (৩০ দিন, ফি ৩০ ডলার), আফ্রিকা মহাদেশের মধ্যে বুরুন্ডি, কেপ ভার্দ, কোমোরোস, জিবুতি (১ মাস, ফি ৫০০ জিবুতিয়ান ফ্রাঙ্ক), মাদাগাস্কার (৯০ দিন, ফ্রি ১,৪০,০০০ এমজিএ), মোজাম্বিক (৩০ দিন, ফি ২৫ ডলার), টোগো (৭ দিন, ফি ৩৫,০০০ এক্সডিএফ) এবং উগান্ডা (৩ মাস, ফি ৩০ ডলার)।
ফ্লাইট, টিকিট, হোটেল ইত্যাদি সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যাবে নীচের ওয়েবসাইট থেকে।
http://travel.yahoo.com
http://www.farecompare.com
http://www.airfare.com
তবে বাংলাদেশের এয়ারপোর্ট রওনা হবার সময় কিছু সুযোগ সন্ধানী অফিসার ভিসা নেই বা আপনার সমস্যা হবে এই মর্মে হয়রানি করতে পারে টু-পাই কামানোর জন্য। কেউ এসব দেশে বেড়াতে যেতে চাইলে টিকিট কেনার সময় আরো তথ্য জেনে নিতে পারেন।
এর দ্বারা পোস্ট করা
আদনান শওকত
এই সময়ে
২/১০/২০১০ ১০:৩০:০০ PM
0
মন্তব্য(গুলি)
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন
ভূতের শহর লাখো ডলারে বিক্রি............
হেডলাইন দেখে মনে হয় না কি আজব এক পোষ্ট হইব.... আসলে এইটা একটা সত্যিকারের ঘটনা। একবার কষ্ট করে পুরোটা পড়ে দেখেন। তারপর ভালো লাগলে বা না লাগলে বলিয়েন...
সাবেক সোভিয়েত ইউনিয়নের সেনা ক্যাম্প হিসেবে ব্যাবহৃত একটি শহর গত শুক্রবার নিলামে বিক্রি করে দিয়েছে লাটভিয়া। স্ক্রন্দা-১ নামের শহরটি ৩১ লাখ ডলারে কিনে নিয়েছে রাশিয়ার বেসরকারি একটি প্রতিষ্ঠান। নিলামে নির্ধারিত সর্বনিম্ন দামের ১০ গুণ বেশি দামে বিক্রি হয়। দীর্ঘদিন ধরে এই শহরটি পরিত্যাক্ত ছিল তাই এর নাম হয়ে উঠে 'ভূতের শহর'। মজার না ব্যাপারটা।
লাটভিয়ার রাজধানী রিগা থেকে ১৫০ কিলোমিটার পশ্চিমে স্ক্রন্দা-১ এর অবস্থান। ১৯৮০ সালে এই শহরের সৃষ্টি। রাডার স্টেশন হিসেবে ব্যাবহার করার কারণেই সোভিয়েত ইউনিয়নের মানচিত্রে একে দেখা দেখা যায় না। এখান থেকে মহাকাশ নিরীক্ষা করা হত, সম্ভাব্য নাকি মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা নজরদারি করা হত। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরও ঘাঁটিটি ব্যাবহার করেছিল রাশিয়া। ১৯৯৫ সালে মার্কিন এক্টি প্রতিষ্টান রাডারযক্ত গুরুত্বপূর্ণ একটা ভবণ বম মেরে উড়িয়ে দেয় ফলে শহরটি খালি হয়ে যায়।
প্রায় ১ যুগ ধরে পরিত্যাক্ত ৮৫ হেক্টর(১১১ একর) এলাকার এই শহরে ধ্বংশপ্রাপ্ত ৭০ টি ভবণ রয়েছে। লাটভিয়ার আবাসন ব্যাবসায়ীরা রাশিয়ায় বিনিয়োগ করতে উদগ্রীব থাকার কারণে তাদের সচেতন করার জন্য রাশিয়ার কাছে শহরটি বিক্রি করা হয়েছে।
সূত্রঃ বিবিসি
এর দ্বারা পোস্ট করা
আদনান শওকত
এই সময়ে
২/১০/২০১০ ১০:২১:০০ PM
0
মন্তব্য(গুলি)
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন
উবুন্টু টিউটরিয়ালঃ সব ডাটা ব্যাকআপ করে রাখুন একদম পেইনলেস উপায়
আমরা যারা নতুন ইউজার বা পুরাতন ইউজার আছি অনেক সময় ভুলবশত অনেক ডাটা বা সিস্টেমের ফাইল ডিলেট করে ফেলি পরে আমাদের নানা সমস্যায় ভুগতে হয়। অনেক সময় সিস্টেম ক্রাশ হয়ে যায় ফলে নতুন করে আবার উবুন্টু ইন্সটল করে সফটওয়্যার ইন্সটল করা বিরক্তিকর কাজ। এর থেকে বাঁচার একটা উপায় আমি খুঁজে পেয়েছিলাম।
এর দ্বারা পোস্ট করা
আদনান শওকত
এই সময়ে
২/১০/২০১০ ০৫:১৬:০০ PM
1 মন্তব্য(গুলি)
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন
লেবেলসমূহ:
উবুন্টু
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)