Pages

বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১০

উবুন্টু টিউটরিয়ালঃ সব ডাটা ব্যাকআপ করে রাখুন একদম পেইনলেস উপায়


আমরা যারা নতুন ইউজার বা পুরাতন ইউজার আছি অনেক সময় ভুলবশত অনেক ডাটা বা সিস্টেমের ফাইল ডিলেট করে ফেলি পরে আমাদের নানা সমস্যায় ভুগতে হয়। অনেক সময় সিস্টেম ক্রাশ হয়ে যায় ফলে নতুন করে আবার উবুন্টু ইন্সটল করে সফটওয়্যার ইন্সটল করা বিরক্তিকর কাজ। X( এর থেকে বাঁচার একটা উপায় আমি খুঁজে পেয়েছিলাম। :)

আমরা যেরকম এক্সপিতে system restore দিয়ে উইন্ডোজ এর সব installed ফাইলগুলো ব্যাকআপ করে রেখে দিতে পারি ঠিক তেমনি ঊবুন্টুতেও পারা যায়।:) 'Time Vault' নামক সফটওয়্যার দিয়ে এ কাজ করা যায়।

আপনি এই সফটওয়্যার দিয়ে যেকোন ডাটা ব্যাকআপ করে রাখতে পারেন।:D আবার সমস্যা হলে সাথে সাথে restore করে আপ্নার সিস্টেম বাঁচাতে পারেন। যদি ব্যাকআপ রাখাতে আপনার ডিস্ক স্পেস কমে যায় তাইলে ঐ ব্যাকআপ ডিলিট করে আপনি নতুন জায়গায় ব্যাকআপ রাখতে পারবেন। :-*

এখানে আপনি একটা করে ফাইলও ব্যাকআপ রাখতে পারবেন। এখন যদি ব্যাআপ থাকা অবস্থায় আপনার কোনো প্রয়োজনীয় তথ্য বা ফাইল মুছে যায় আইলে আর সমস্যা হবে না। যেকোন সময় আপনি এর ব্যাকআপ ব্যাবহার করতে পারবেন। কি এটা একটা সহজ উপায় হল না এতো ঝামেলা করার থেকে??:P সফটওয়্যারটি আপনি নীচের লিংক থেকে ডাউনলোড করতে পারেনঃ
https://launchpad.net/timevault/+download

এটা একটা deb ফাইল। আর আপনি এটা ইন্সটল করার সময় নেট কানেকশন থাকা লাগবে কেননা ফাইল্টিতে ডাবল ক্লিক করার পর তা নেট থেকে ডাউনলোড করে ইন্সটল হবে। এই সফটওয়্যার ব্যাবহার করে জানান আপনার কেমন লাগল আর কাজে আসছে নাকি।

1 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন