আমাদের প্রায় সবার বাসায় যাদের পিসি আছে তাদের বাসায় নেট থাকবে না এমন কোন কথা নেই... আর যাদের নেট আছে তারা কখনোও গুগল আর্থে প্রবেশ করেন নি তাও এমন লোক বিরল... আমরা সবাই জানি কিভাবে উইন্ডোজ এ গুগল আর্থ ইন্সটল দেয়া লাগে কিন্তু আমরা অনেকেই জানি না লিনাক্সে মানে উবুন্টু বা মিন্টে গুগল আর্থ কিভাবে ইন্সটল হয়। আজকের এই পোষ্ট এ নিয়েই লিখা। এর আগে যদি এই বিষয় নিয়ে কেউ লিখে থাকেন তাইলে আমাকে ক্ষমা করে দিবেন দয়া করে।
সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০১০
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)