Pages

বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০১০

উবুন্টুতে xampp server ইন্সটল অতঃপর ওয়ার্ডপ্রেস বা জুমলা ব্যাবহারের সহজ উপায়.....

আমরা সবাই সবসময় অনেকেই বলি উইন্ডোজে যেরকম ওয়ার্ডপ্রেস বা জুমলার কাজ করা যায় ঠিক তেমনি উবুন্টুতে কাজ করা যায় না। আজকের এই পোষ্ট ঐসব পাব্লিকের জন্য যারা উবুন্টুর সম্বন্ধে এসব কুরটনা রটাতে থাকেন। আমরা অনেকেই ওয়ার্ডপ্রেস বা জুমলার কাজ করতে পিসিকে localhost এ পরিণত করি আর এজন্য প্রয়োজন xampp বা wamp server। আমি এখানে xampp server কিভাবে উবুন্টুতে ইন্সটল করতে হয় তা দেখাব।

প্রথমেই উবুন্টুতে xampp ইনস্টল করার জন্য এই ঠিকানা থেকে লিনাক্স অপারেটিং সিস্টেমে ইনস্টলের উপযোগী সর্বশেষ সংস্করণটি ডাউলোড করে নিতে হবে। xampp ফাইলটা যেখানে ডাউনলোড করা হয়েছে সেখান থেকে ফাইলটা filesystem/opt ফোল্ডারে এক্সট্রাক্ট করতে হবে এবং অবশ্যই তা sudo nautilus দিয়ে করতে হবে। যদি ফাইলটা ডেক্সটপে সেইভ করে থাকেন তবে টারমিনাল ব্যবহার করে নিচের পদ্ধতি অনুযায়ী ইনস্টল করা যাবেঃ

$cd Desktop
এর পরের ধাপগুলি সঠিকভাবে সম্পন্ন করতে ব্যবহারকারীরে সুপার ইউজার মোডে কাজ করতে হবে । এই মোড চালু করতে টারমিনালে লিখতে হবে
$sudo -s
এখন আপনার যে ফাইলটি ডাউনলোড করেছিলেন তা filesystem/opt ফোল্ডারে extract করতে নিচের কমান্ড দিন
$sudo tar xvfz xampp-linux-1.7.3a.tar.gz -C /opt
xampp চালু করতে হলে লিখুন
$sudo /opt/lampp/lampp start
xampp চালু হওয়ার পর আপনার ব্রাঊজার খুলে লিখুন
http://localhost
আপনি নিচের পেইজ দেখতে পারবেন