Pages

শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১০

উবুন্টুতে পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন???

আমি জানি না এই বিষয়ে কেউ কোন পোষ্ট দিয়েছে কিনা??? তবে আমাকে একজন বলেছিলেন এই সমস্যার কথা তাই আমি আমি আজ অনেকদিন পর আবার পোষ্ট করতে বসলাম... তবে দুঃখের বিষয় আমি এইখানে ছবিগুলো আমার পিসির দিতে পারি নি.... এইটা উবুন্টু ৮.০৪ এর একটা স্ক্রীণশট দিয়ে দেখাচ্ছি। আমরা উবুন্টুর পাসওয়ার্ড ভুলে গেলে উইন্ডোজ এর মত এতো খাটাখাটি করা লাগবে না। শুধু কয়েকটা ধাপ অনুসরণ করলেই কাজ হবে।