আসসালামুআলাইকুম... সবাই ভালো আছেনতো??? আজ আমরা উইন্ডোজের গতি বাড়ানোর কিছু পদ্ধতি বলবো। এটি রেজিস্ট্রি এডিটর দিয়ে করা লাগে। আজ আমরা শিখব কিভাবে উইন্ডজের স্টার্টাপের গতি বাড়ানো লাগে মাত্র কয়েক্টি কাজের মাধ্যমেই।
Windows Prefetcher
******************
[HKEY_LOCAL_MACHINE \ SYSTEM \ CurrentControlSet \ Control \ Session Manager \ Memory Management \ PrefetchParameters]
এখানে EnablePrefetcher নামে একটা সেটিং আছে। ঐখানে ভ্যালু ৩ এর বদলে ৫ করে দিন তাইলে Prefetcher আরো জলদি কাজ করতে পারবে ফলে পিসি স্টার্ট হবে অনেক জলদি।
Master File Table Zone Reservation
**********************************
[HKEY_LOCAL_MACHINE \ SYSTEM \ CurrentControlSet \ Control \ FileSystem]
এখানে NtfsMftZoneReservation নামে একটা সেটিং আছে। ঐখানে ভ্যালু ১ এর বদলে ২ করে দিন।
Optimize Boot Files
*******************
[HKEY_LOCAL_MACHINE \ SOFTWARE \ Microsoft \ Dfrg \ BootOptimizeFunction]
এখানে Enable নামে একটা সেটিং আছে। ঐখানে ভ্যালু হিসেবে Y বসালে boot defragmenter শুরু হবে। এটি বুট ফাইল ডিফ্রাগ করে এবং বূট টাইম আরো জলদি হয়।
সব কাজের শেষে পিসি রিস্টার্ট দিন এবং আপনারাই তফাৎটুকু বুঝুন।
সোমবার, ২৬ এপ্রিল, ২০১০
উইন্ডোজ টুইক্স (পর্ব-১)
এর দ্বারা পোস্ট করা
আদনান শওকত
এই সময়ে
৪/২৬/২০১০ ০৭:১৮:০০ PM
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন
লেবেলসমূহ:
উইন্ডোজ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
4 মন্তব্য(গুলি):
valo hocche
গুড !
For you a short link ... http://bit.ly/tanim89
ধন্যবাদ লাকি এফএম
থ্যাংকু জামাল...
একটি মন্তব্য পোস্ট করুন