Pages

সোমবার, ১৯ এপ্রিল, ২০১০

উইন্ডোজের গতি আরেকটু বাড়িয়ে নিন


এখানে আমরা যারা উইন্ডোজ ব্যাবহার করি তাদের অনেকেই কম গতিসম্পন্ন কম্পিউটার ব্যাবহার করে থাকি। উইন্ডোজে কাজ করার সময় র‌্যামের কিছুটা অংশ পেইজ ফাইল হিসেবে জমা হয়ে থাকে ফলে কম্পিউটারের গতিও আরো কমে যায়। কিন্তু আমরা চাইলে এই পেইজ ফাইলগুলো ডিলিট করে পিসির গতি বাড়াতে পারি। এই কাজ করতে হলে আপনাকে নীচের পদ্ধতি স্ক্রীণশটসহ অনুসরণ করতে হবে।
প্রথমেই কন্ট্রোল প্যানেলে গিয়ে এডমিনিস্ট্র্যাটিভ টুলে যেতে হবে।



তারপর সেখান থেকে Local Security Policy তে যেতে হবে।



 
Local Security Policy তে ক্লিক করলে আরেকটা পপ আপ উইন্ডো খুলবে। সেখান থেকে Local Policies এ যেতে হবে।



এরপর সেখান থেকে Security Options এ যেতে হবে।


একদম নিচের দিকে একটা লিখা দেখতে পাবেন যে shutdown: clear virtual memory এখানে তা disable করা থাকবে।



আপনি তাতে ক্লিক করলে একটা পপ আপ উইন্ডো আসবে এবং সেখানে আপনি enable করে পিসি রিস্টার্ট করে দিতে হবে। এরপর আপনি নিজেই পার্থক্যটা বুঝে নিন।

7 মন্তব্য(গুলি):

জামাল বলেছেন...

বড় বড় ছবি না দিয়ে ছবির নির্দিষ্ট অংশ কেটে দিলে ভালো হত মনে হয় , তাইলে ছবিগুলা পরিষ্কার আসত ।

জামাল বলেছেন...

ও আরেকটা কথা ! তোমার তো ফ্যান ক্লাব আছে । ঐটার মাধ্যমে অন্যদের তুমি তোমার ব্লগে লেখঅর জন্য আমন্ত্রণ জানাতে পার । তিন/চার জন লেখক থাকলে বিরাট ব্যাপার হবে । বলতে গেলে ডেইলী একটা করে লেখা থাকবে । তবে ঐটা করলে আরেকটা কাজ করতে হবে । তোমার এইখানে যে "আমার সম্পর্কে " নামে একটা ট্যাব আছে না ? ঐটা বাদ দিতে হবে । ঐটার যায়গায় লাগাতে হবে " Author List " .

Sheikh Mijan বলেছেন...

Eirokom korar por pc off hote time besi ney keno

আদনান শওকত বলেছেন...

এমনিতেই কাটি নি!! আচ্ছা ঐ জিনিস্টা সম্পর্কে একটু ভালো করে বল না আমাকে... ঐ যে আমার ব্লগে কিভাবে পাব্লিক যোগ দেয়াবো...

আদনান শওকত বলেছেন...

শেখ মিজান সাহেব আপনি আবার ট্রাই করে দেখুন কাজ হয়ে যাবে...

জামাল উদ্দিন বলেছেন...

আচ্ছা , অতিথি লেখক যোগ করতে Settings -> Permission -> Add Authors এ দাও । তোমাকে একটা যায়গা দেবে , সেখানে যাকে এড করতে চাও তার মেইল এড্রেস দিয়ে Invite দাও । এই তো হয়ে যাবে ;)

আদনান শওকত বলেছেন...

আচ্ছা তোমাকে যোগ দিবো নাকি??

একটি মন্তব্য পোস্ট করুন