Pages

শনিবার, ১৪ আগস্ট, ২০১০

উবুন্টুতে পুরাতন সফটওয়্যার ফিরে পাওয়ার সহজ উপায়!!!

আমরা অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হই আর তার মধ্যে একটা অন্যতম সমস্যা হল উবুন্টুতে অনেক সফটওয়্যার একসাথে ইন্সটল করার পর যদি হঠাৎ করে আবার উবুন্টু রিইন্সটল করতে হয় তাইলে তো আর হইসে। এখন কি করার। অনেকেই অনেক সময় মানে অনেক উবুন্টুজ্ঞানী অনেক জিনিসের কথা বলেছেন। ধরেন তার মধ্যে একটি হল APTONCD ব্যাবহার করা।  বা আমাদের জামাল ভাই আরো ভালো একটা পদ্ধতি দেখিয়ে দিয়েছেন। আমি আজকে আরেকটা সহজ পদ্ধতি শিখানোর প্রয়াস চালাচ্ছি। দেখা যাক কি হয়???


প্রথমেই আমরা যারা অনেক কষ্টে নেট থেকে উবুন্টুর জন্য যেসব সফটওয়্যার ডাউনলোড করে ইন্সটল করি তা আসলে নিচের ঠিকানায় গিয়ে জমা হয়ঃ
file system/var/cache/apt/archieves

আমরা প্রথমেই কি করবো যে নেট থেকে সবকিছু ডাউনলোড করার পরই এক কাজ করতে পারি। তা হল আমরা ঐ archieves ফোল্ডারটি আগে থেকে কপি করে হার্ডডিস্কের সেইফ জায়গায় রাখি। আর এ কাজ করতে হলে আপনাকে রুট পার্মিশন সহ কাজ করতে হবে। তাই আমি নিচে আপনাদের সুবিধার জন্য স্ক্রীণশটসহ দেখিয়ে দিলাম কি করা লাগবে। প্রথমে আপনাকে alt+f2 চেপে application launcher এ গিয়ে gksu nautilus লিখে এন্টার দিতে হবে।

তারপর আপনাকে রুট লেভেলে এন্টারের জন্য পাসওয়ার্ড চাইবে আর তাতে আপনি পাসওয়ার্ড দিয়ে ভিতরে প্রবেশ করুন। এরপর আপনি নিচের ছবির মত করে file system/var/cache/apt/ তে গিয়ে archieves ফোল্ডারটি কপি করে আর কোন জায়গায় রেখে দিন।
এটা হল আমার archieves ফোল্ডার!!

এখন কোন সময় আপনার উবুন্টু আবার রিইন্সটল করলে আপনি archieves ফোল্ডারটি ডেস্কটপে রেখে টার্মিনাল খুলে নিচের কামান্ড লিখে আপনার পুরাতন সফটওয়্যার আবার ফিরে পেতে পারেন। $ cd Desktop/folder name লিখে এন্টার দিন। তারপর $ sudo dpkg -i *.deb লিখে এন্টার দিলেই কাজ শেষ।

কি??? হল না একদম সহজ উপায় পুরাতন সফটওয়্যার ফিরে পাওয়ার!!!

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন