Pages

বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১০

প্লুটোর রং আরও লাল হচ্ছে


০৬/০২/২০১০ তারিখের প্রথম আলো পত্রিকা কারা কারা পড়েছেন?? তাহলে নিশ্চয়ই এই ঘটনা লক্ষ্য করেছেন। আর যারা প্রথম আলো পড়েন নি তারা নীচের লিংক থেকে পড়ে ফেলতে পারেনঃ
http://www.prothom-alo.com/detail/date/2010-02-06/news/40296

আসলেই ঘটনাটি জানা অনেক প্রয়োজন।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, সৌরজগতের সদস্য প্লুটো ক্রমাগত লাল হয়ে উঠছে। হাবল মহাকাশ দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখা গেছে, প্লুটো স্বাভাবিক অবস্থার চেয়ে ২০ শতাংশ বেশি লাল বর্ণ ধারণ করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, তাঁদের ধারণা, প্লুটোর পৃষ্ঠের বরফের পরিবর্তন এবং কক্ষপথের নতুন দশায় যাওয়ার কারণে এই লাল বর্ণ ধারণের ঘটনা ঘটছে। নতুন ছবিতে দেখা গেছে, প্লুটোর পৃষ্ঠের উত্তরে জমাট নাইট্রোজেন উজ্জ্বল হয়ে উঠছে এবং দক্ষিণ অংশ কালো হচ্ছে।
নাসার স্পেস টেলিস্কোপ সায়েন্স ইনস্টিটিউট এক বিবৃতিতে জানিয়েছে, সম্ভবত সূর্যের দিকে থাকা মেরুর বরফ গলছে এবং তা বিপরীত মেরুতে জমা হচ্ছে। এ কারণেই এই পরিবর্তন দেখা যাচ্ছে। তবে কয়েকজন জ্যোতির্বিদ এই পরিবর্তনে উদ্বেগ জানিয়েছেন। সাউথওয়েস্ট রিসার্চ ইনস্টিটিউটের মার্ক বুইয়ে বলেন, ‘এত বড় ও দ্রুত পরিবর্তন অবাক করার মতো বিষয়। এমনটি আগে দেখা যায়নি।’
২০০৬ সালে বিজ্ঞানীরা প্লুটোর গ্রহের মর্যাদা কেড়ে নেন। একে বামন গ্রহ হিসেবে অভিহিত করেন তাঁরা।


তথ্য: বিবিসি

উবুন্টুর কমান্ড লাইনের অ আ ক খ: ডরনা মানা হ্যায়

এর আগের পোস্টে উবুন্টুর বিভিন্ন সমস্যার গ্রাফিক্যাল সমাধান দেওয়ার চেষ্টা করেছিলাম। আজ সহজ ভাবে চেষ্টা করব একদম নতুন ইউজারদের কমান্ড লাইন ভীতি দূর করা যায় কিনা। বিভিন্ন কমান্ডগুলো ভেঙ্গে ভেঙ্গে ব্যাখ্যা করে প্রতিটার কাজ আলাদাভাবে বলব।

উইন্ডোজের যেমন C ড্রাইভ, উবুন্টুর তেমনি File System ড্রাইভ। এই ড্রাইভটি প্রোটেক্টেড। হোম ফোল্ডার ছাড়া কোন ফোল্ডারের কোন কিছুই পেস্ট, ডিলিট, রিনেম করা যায় না। কিন্তু বিভিন্ন কাজে আপনাকে এখানে ফাইল পেস্ট, ডিলিট, রিনেম করতে হতে পারে (পরে এ ব্যাপারে বলছি)। সেক্ষেত্রে আপনাকে অ্যাডমিনিস্ট্রেটর (root) মুডে কাজ করতে হবে।যেকোন কমান্ডের আগে sudo কিওয়ার্ড ব্যবহার করা মানে সেই কমান্ডটাকে root কমান্ডে পরিবর্তন করা। sudo ব্যবহারের মাধ্যমে আপনি কম্পিউটারে যা খুশি পরিবর্তনের অধিকার পাচ্ছেন, যে কোন কাজে। কোন কমান্ড দেবার পর পারমিশন ডিনাইড দেখালে শুধু আগে sudo লাগান! তবে সতর্ক থাকতে হবে, কারণ না জেনে কোন কমান্ড root হিসেবে দিলে সিস্টেম ক্র্যাশ করতে পারে।

একখান জব্বর আইডিয়া!!! আপনার পেনড্রাইভের জায়গা বাড়িয়ে নিন........

আমরা সাধারণত দেখি যে পেনড্রাইভের ফম্যাট থাকে FAT বা FAT32, যার জন্য কিছু জায়গা কম পাওয়া যায়। আমরা চাইলে এটি NTFS ফরম্যাটে নিয়ে জায়গা বাড়িয়ে নিতে পারি।
সেজন্য প্রথমেই পেনড্রাইভটি ফরম্যাট করতে হবে। তারপর রানে গিয়ে cmd লিখে এন্টার দিন।এবং লিখুন convert X:/FS:NTFS লিখে এন্টার করুন। এখানে X এর জায়গায় আপনার পেনড্রাইভের যে ড্রাইভ লেটার আছে তা দিন যেমন J,I হলে ঐটা। এখন My Computer এ right click করে properties এ যান। এখানে Compress Drive To Save Disk Space অপশনে টিক চিহ্ন দিয়ে ok করুন। এখন Apply To Sub Folders and Files অপশনে ok করে বের হয়ে আসুন।
এখন পেনড্রাইভে কোন ফাইল কপি করলে বেশ জায়গা নিবে না ফলে অনেক মেমোরি বাঁচবে। কি হল না একটা জব্বর আইডিয়া??