Pages

মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০১০

লিনাক্সে ডট নেট সি-শার্প ব্যাবহার করুন

মোনো একটি ফ্রি এবং ওপেন সোর্স প্রকল্প, যা নভেল নামের সফটওয়্যার কোম্পানিটি পরিচালনা করে থাকে। মাইক্রোসফটের ডট নেটভিত্তিক টুল এবং সফটওয়্যারগুলো ব্যবহার করার উপযোগী হিসেবে তৈরি করা হয়েছে। অন্যান্য সাধারণ বৈশিষ্ট্যের সঙ্গে এখানে একটি সি-শার্প কম্পাইলার যুক্ত করা আছে। লিনাক্স, বিএসডি, ইউনিক্স, ম্যাক ওএস, সোলারিস এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমে এটি ব্যবহার করা যায়।