Pages

সোমবার, ১৯ এপ্রিল, ২০১০

উইন্ডোজের গতি আরেকটু বাড়িয়ে নিন


এখানে আমরা যারা উইন্ডোজ ব্যাবহার করি তাদের অনেকেই কম গতিসম্পন্ন কম্পিউটার ব্যাবহার করে থাকি। উইন্ডোজে কাজ করার সময় র‌্যামের কিছুটা অংশ পেইজ ফাইল হিসেবে জমা হয়ে থাকে ফলে কম্পিউটারের গতিও আরো কমে যায়। কিন্তু আমরা চাইলে এই পেইজ ফাইলগুলো ডিলিট করে পিসির গতি বাড়াতে পারি। এই কাজ করতে হলে আপনাকে নীচের পদ্ধতি স্ক্রীণশটসহ অনুসরণ করতে হবে।
প্রথমেই কন্ট্রোল প্যানেলে গিয়ে এডমিনিস্ট্র্যাটিভ টুলে যেতে হবে।