Pages

রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১১

ক্রোমে jdownloader ব্যাবহার করুন (সংক্ষিপ্ত পোষ্ট)

আমরা যারা লিনাক্স ব্যাবহার করি তারা অনেকেই অবশ্য ডিফল্ট ডাউনলোডার হিসেবে jdownloader ব্যাবহার করে থাকেন। আর ইদানিং ফায়ারফক্সে যা শুরু করেছে তাই আমি ক্রোম ব্যাবহার করতে ইচ্ছুক। কিন্তু আমি ক্রোম ব্যাবহার করতে পারি নি কারন হল ক্রোমে jdownloader ব্যাবহার করা যেত না । কিন্তু আসলে ক্রোমে এখন jdownloader ব্যাবহার করা যায়। আর অতি সহজে ব্যাবহার করা যায়। এর জন্য flashgot লাগে না। JDownloader Integration for Google Chrome™ নামে একটা extention পাওয়া যায় ক্রোমে যা দিয়ে আপনি অতি সহজে আপনার কাঙ্খিত ডাউনলোড jdownloader দিয়ে করতে পারবেন। আপনারা একটু নিচের ছবিগুলো দেখে নিতে পারেন কেমন করে ক্রোমে jdownloader ব্যাবহার করতে পারবেন।