Pages

সোমবার, ২৯ মার্চ, ২০১০

আপনার পেনড্রাইভকে বুটেবল করুন একদম সহজ উপায়ে....

আমরা সাধারণত উইন্ডোজ ইন্সটল দিয়ে থাকি সিডি দিয়ে। এতে করে বেশ সময় লেগে যায়। কিন্তু আমরা যদি পেনড্রাইভ দিয়ে বুট করে উইন্ডোজ ইন্সটল দেই তাইলে আরো কম সময়ে আপনি উইন্ডোজ ইন্সটল দিতে পারবেন। এজন্য আপনাকে আপনার পেনড্রাইভকে প্রথমেই বুটেবল করে দিতে হবে। সেজন্য আপনি নীচের পদ্ধতি অনুসরণ করুনঃ

* প্রথমে পেন-ড্রাইভটা NTFS এ ফরম্যাট করুন ।
এজন্য আপনি যদি উইন্ডোজ সেভেন ব্যাবহার করেন তাইলে শুধু ফরম্যাট দেয়ার সময় ঐখানে FAT32 এর বদলে NTFS দিয়ে ফরম্যাট করুন। ব্যাস কাজ শেষ।
  
* আপনার ড্রাইভে উইন্ডোস ৭ এর ডিস্ক ঢুকান ।

বুধবার, ২৪ মার্চ, ২০১০

উবুন্টুতে গ্রাব ২ পুনোরুদ্ধার..

আমরা প্রত্যেকেই যারা কম্পিউটার ব্যাবহার করে থাকি তাদের মধ্যে উবুন্টু এখন জনপ্রিয় হয়ে পড়েছে। আসলে উবুন্টুর সব ফিচারের জন্যই এটা দিনদিন জনপ্রিয়তা পাচ্ছে। তবে যারা উবুন্টু ব্যাবহার করেন তারা পাশাপাশি উইন্ডোজও ব্যাবহার করে থাকেন। অর্থাৎ ডুয়েল বুট দ্ধারা উবুন্টু আর উইন্ডোজ চালান। এক্ষেত্রে আসলে সমস্যা হয় কি যেহেতু উইন্ডোজ মানে সবসময় ভাইরাসের আক্রমণ লেগেই থাকে, তাই দুইদিন পরপর সেটআপ দেয়া লাগে। এর ফলে উবুন্টু আর পাওয়া যায় না। তখন সকলে মনে করেন যে উইন্ডোজ ইন্সটল দিলে আবার উবুন্টুও সাথে করে দিতে হবে। কিন্তু আসলেই এটা ঠিক না। উবুন্টুতে গ্রাব পুনোরুদ্ধার করে আবার ফিরিয়ে আনা যায়। এখানে আমি উবুন্টু ৯.১০ ভার্সনের গ্রাব অর্থাৎ গ্রাব ২ কিভাবে ফিরিয়ে আনা যায় তা নিয়ে আলোচনা করব।
প্রথমেই আপনি আপনার ডিস্ক ট্রেতে উবুন্টুর সিডি লাগিয়ে লাইভ সিডি চালান। তারপর আপনি আপনার পিসিতে যে অংশে উবুন্টু ইন্সটল করেছিলেন অর্থাৎ আপনার পিসির filesystem এ গিয়ে রাইট ক্লিক করে properties এ যান। ঐখানে আপনার পার্টিশনের নাম থাকবে। নীচের ছবি অনুসরন করুন।
 রাইট ক্লিক করে properties এ যান

বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০১০

আপনার ইন্টারনেট স্পীড যাচাই করুন...

আপনি চাইলে আপনি নিজের ইন্টারনেট কানেকশনে স্পীড কত তা যাচাই করে নিতে পারেন। এজন্য আপনাকে নিচের পদ্ধতি অনুসরণ করতে হবে।

১ম ধাপঃ আপনার ব্রাউজার খুলে নিচের লিংকটি প্রবেশ করানঃ
http://internetspeedometer.congland.com/


২য় ধাপঃ নিচের ছবির মত একটা পেইজ আসবে, ঐ লিংকে ক্লিক করুন।


মঙ্গলবার, ১৬ মার্চ, ২০১০

আপনার ওয়েবপেইজ PDF আকারে সেইভ করুন....

আমরা সাধারণত PDF ফাইল PDF Maker দিয়ে বানিয়ে থাকি। এই পোষ্ট আমরা PDF ফাইল বানানো নিয়ে আলোচনা করব। সাধারণত আমরা যেকোন ওয়েবপেইজ বুকমার্ক করে থাকি। এটাই সবচেয়ে সহজ উপায়। কিন্তু যেসময় উইন্ডোজ পুনরায় সেটআপ দেয়া লাগে তখন আর এই দরকারি বুকমার্কগুলো পাওয়া যায় না। এইজন্য অতি জনপ্রিয় ব্রাউজার ফায়ারফক্স একটি add-onns বানিয়েছে। তার নাম হল Web2PDF Cnverter। এর মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় ওয়েবপেইজ PDF আকারে সেইভ করে রাখতে পারবেন। এতে কোন ঝামেলা নেই আর আপনার উইন্ডোজ বা ব্রাউজার পুনরায় সেটআপ দিলে কোন সমস্যা হবে না। এজন্য আপনাকে নিচের ঠিকানা থেকে add-onns টি নামাতে হবেঃ
https://addons.mozilla.org/en-US/firefox/addon/14979


সোমবার, ১৫ মার্চ, ২০১০

উবুন্টুতে ব্লটুথ ব্যাবহার করে মোবাইল দিয়ে ইন্টারনেট ব্যাবহার

ব্লু টুথ এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে চাইলে এই পদ্ধতি অনুসরন করতে পারেন । প্রথমে কম্পিউটারে ব্লু-টুথ ডিভাইসটি যুক্ত করতে হবে, তাহলে উপরের প্যানেলে নীল রং এর একটি চিহ্ন দেখা যাবে। এবার মোবাইলের ব্লুটুথ অন করে ডিভাইস সার্চ করতে হবে । সহজেই পাবার কথা; ডিভাইসটি পেয়ার করার জন্য পাসওয়ার্ড ব্যবহারের প্রয়োজন হতে পারে।

টারমিনাল ওপেন করুন

Applications >> Accessories >> Terminal

এবার পরপর নিচের ধাপ গুলি অনুসরন করতে হবে। বোঝার সুবিধার জন্য কিছু কিছু ক্ষেত্রে আমি আমার নিজের ডিভাইসটির জন্য টারমিনালে যেমন লেখা এসেছে সেটি দিয়েছি; আপনাদের ক্ষেত্রে এটি ভিন্ন হতে পারে।

বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০১০

উবুন্টুতে xampp server ইন্সটল অতঃপর ওয়ার্ডপ্রেস বা জুমলা ব্যাবহারের সহজ উপায়.....

আমরা সবাই সবসময় অনেকেই বলি উইন্ডোজে যেরকম ওয়ার্ডপ্রেস বা জুমলার কাজ করা যায় ঠিক তেমনি উবুন্টুতে কাজ করা যায় না। আজকের এই পোষ্ট ঐসব পাব্লিকের জন্য যারা উবুন্টুর সম্বন্ধে এসব কুরটনা রটাতে থাকেন। আমরা অনেকেই ওয়ার্ডপ্রেস বা জুমলার কাজ করতে পিসিকে localhost এ পরিণত করি আর এজন্য প্রয়োজন xampp বা wamp server। আমি এখানে xampp server কিভাবে উবুন্টুতে ইন্সটল করতে হয় তা দেখাব।

প্রথমেই উবুন্টুতে xampp ইনস্টল করার জন্য এই ঠিকানা থেকে লিনাক্স অপারেটিং সিস্টেমে ইনস্টলের উপযোগী সর্বশেষ সংস্করণটি ডাউলোড করে নিতে হবে। xampp ফাইলটা যেখানে ডাউনলোড করা হয়েছে সেখান থেকে ফাইলটা filesystem/opt ফোল্ডারে এক্সট্রাক্ট করতে হবে এবং অবশ্যই তা sudo nautilus দিয়ে করতে হবে। যদি ফাইলটা ডেক্সটপে সেইভ করে থাকেন তবে টারমিনাল ব্যবহার করে নিচের পদ্ধতি অনুযায়ী ইনস্টল করা যাবেঃ

$cd Desktop
এর পরের ধাপগুলি সঠিকভাবে সম্পন্ন করতে ব্যবহারকারীরে সুপার ইউজার মোডে কাজ করতে হবে । এই মোড চালু করতে টারমিনালে লিখতে হবে
$sudo -s
এখন আপনার যে ফাইলটি ডাউনলোড করেছিলেন তা filesystem/opt ফোল্ডারে extract করতে নিচের কমান্ড দিন
$sudo tar xvfz xampp-linux-1.7.3a.tar.gz -C /opt
xampp চালু করতে হলে লিখুন
$sudo /opt/lampp/lampp start
xampp চালু হওয়ার পর আপনার ব্রাঊজার খুলে লিখুন
http://localhost
আপনি নিচের পেইজ দেখতে পারবেন


মঙ্গলবার, ৯ মার্চ, ২০১০

একটি চমৎকার ম্যাসেঞ্জার Digsby



আমরা যারা উইন্ডোজ বা উবুন্টু ব্যাবহার করি তারা অনেকেই হয়তোবা yahoo, msn, google talk ইত্যাদি ম্যাসেঞ্জার ব্যাবহার করে থাকেন। এখন প্রত্যেকের একটা না দুই তিনটা করে মেইল আইডি আছে। এখন যদি কেউ yahoo, msn, google talk ইত্যাদির আইডি থাকে তাইলে কি সবগুলো পিসিতে ইন্সটল দিব নাকি?? আমার উবুন্টুতে কোনো সমস্যা হয় না কেননা এখানে এক ম্যাসেঞ্জারে সব ফিচার দিয়ে দিয়েছে। কিন্তু উইন্ডোজ ব্যাবহারকারীরা কি করবেন?? তাদের জন্য অনেক সমস্যা তাই না। আসলে আর সমস্যা হবে না। এখন থেকে আপনি চাইলে সবকিছু এক জায়গা থেকেই করতে পারেন। আর তা করবেন Digsby সফটওয়্যার দিয়ে। আপনি এটি নীচের লিংক থেকে ডাউনলোড করতে পারেনঃ
http://www.digsby.com/?utm_campaign=makeuseof&utm_source=vid&utm_medium=vid&utm_content=vid



DIGSBY= IM+EMAIL+SOCIAL NETWORKS

শুক্রবার, ৫ মার্চ, ২০১০

মঙ্গলবার, ২ মার্চ, ২০১০

আপনার পিসিতে বাংলা দেখার সমস্যা??? আর ঝামেলা নয়...

আমরা অনেক সময় এক্সপিতে বাংলা লেখা দেখতে পাই না। এইজন্য আমরা নেটে বাংলা ভাষার ব্যাবহারও করতে পারি না। তাই আপনি নীচের কাজটুকু করলে এখন থেকে বাংলা দেখতে পারবেন।

Step 1. Download iComplex.exe - Complex sript installer From here: http://omicronlab.com/download/tools/IComplex_Lite_2.0.0.exe. Its a lite version with only bangla .

For full Version click here : http://omicronlab.com/download/tools/iComplex_2.0.0.exe .
Install them by double clicking . If windows warns you approve it to work .
After installing windows will tell you to restart . Restart your PC . This step is not needed if you have vista , seven or linux.