Pages

বুধবার, ২৪ মার্চ, ২০১০

উবুন্টুতে গ্রাব ২ পুনোরুদ্ধার..

আমরা প্রত্যেকেই যারা কম্পিউটার ব্যাবহার করে থাকি তাদের মধ্যে উবুন্টু এখন জনপ্রিয় হয়ে পড়েছে। আসলে উবুন্টুর সব ফিচারের জন্যই এটা দিনদিন জনপ্রিয়তা পাচ্ছে। তবে যারা উবুন্টু ব্যাবহার করেন তারা পাশাপাশি উইন্ডোজও ব্যাবহার করে থাকেন। অর্থাৎ ডুয়েল বুট দ্ধারা উবুন্টু আর উইন্ডোজ চালান। এক্ষেত্রে আসলে সমস্যা হয় কি যেহেতু উইন্ডোজ মানে সবসময় ভাইরাসের আক্রমণ লেগেই থাকে, তাই দুইদিন পরপর সেটআপ দেয়া লাগে। এর ফলে উবুন্টু আর পাওয়া যায় না। তখন সকলে মনে করেন যে উইন্ডোজ ইন্সটল দিলে আবার উবুন্টুও সাথে করে দিতে হবে। কিন্তু আসলেই এটা ঠিক না। উবুন্টুতে গ্রাব পুনোরুদ্ধার করে আবার ফিরিয়ে আনা যায়। এখানে আমি উবুন্টু ৯.১০ ভার্সনের গ্রাব অর্থাৎ গ্রাব ২ কিভাবে ফিরিয়ে আনা যায় তা নিয়ে আলোচনা করব।
প্রথমেই আপনি আপনার ডিস্ক ট্রেতে উবুন্টুর সিডি লাগিয়ে লাইভ সিডি চালান। তারপর আপনি আপনার পিসিতে যে অংশে উবুন্টু ইন্সটল করেছিলেন অর্থাৎ আপনার পিসির filesystem এ গিয়ে রাইট ক্লিক করে properties এ যান। ঐখানে আপনার পার্টিশনের নাম থাকবে। নীচের ছবি অনুসরন করুন।
 রাইট ক্লিক করে properties এ যান