Pages

সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০১০

উবুন্টু/মিন্টে গুগল আর্থ ইন্সটল দেন আর সম্পূর্ণ পৃথিবীকে আপনার হাতের মুঠোয় করে নিন...

আমাদের প্রায় সবার বাসায় যাদের পিসি আছে তাদের বাসায় নেট থাকবে না এমন কোন কথা নেই... আর যাদের নেট আছে তারা কখনোও গুগল আর্থে প্রবেশ করেন নি তাও এমন লোক বিরল... আমরা সবাই জানি কিভাবে উইন্ডোজ এ গুগল আর্থ ইন্সটল দেয়া লাগে কিন্তু আমরা অনেকেই জানি না লিনাক্সে মানে উবুন্টু বা মিন্টে গুগল আর্থ কিভাবে ইন্সটল হয়। আজকের এই পোষ্ট এ নিয়েই লিখা। এর আগে যদি এই বিষয় নিয়ে কেউ লিখে থাকেন তাইলে আমাকে ক্ষমা করে দিবেন দয়া করে।

মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০১০

লিনাক্সে ডট নেট সি-শার্প ব্যাবহার করুন

মোনো একটি ফ্রি এবং ওপেন সোর্স প্রকল্প, যা নভেল নামের সফটওয়্যার কোম্পানিটি পরিচালনা করে থাকে। মাইক্রোসফটের ডট নেটভিত্তিক টুল এবং সফটওয়্যারগুলো ব্যবহার করার উপযোগী হিসেবে তৈরি করা হয়েছে। অন্যান্য সাধারণ বৈশিষ্ট্যের সঙ্গে এখানে একটি সি-শার্প কম্পাইলার যুক্ত করা আছে। লিনাক্স, বিএসডি, ইউনিক্স, ম্যাক ওএস, সোলারিস এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমে এটি ব্যবহার করা যায়।

শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১০

উবুন্টুতে পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন???

আমি জানি না এই বিষয়ে কেউ কোন পোষ্ট দিয়েছে কিনা??? তবে আমাকে একজন বলেছিলেন এই সমস্যার কথা তাই আমি আমি আজ অনেকদিন পর আবার পোষ্ট করতে বসলাম... তবে দুঃখের বিষয় আমি এইখানে ছবিগুলো আমার পিসির দিতে পারি নি.... এইটা উবুন্টু ৮.০৪ এর একটা স্ক্রীণশট দিয়ে দেখাচ্ছি। আমরা উবুন্টুর পাসওয়ার্ড ভুলে গেলে উইন্ডোজ এর মত এতো খাটাখাটি করা লাগবে না। শুধু কয়েকটা ধাপ অনুসরণ করলেই কাজ হবে।

শনিবার, ১৪ আগস্ট, ২০১০

উবুন্টুতে পুরাতন সফটওয়্যার ফিরে পাওয়ার সহজ উপায়!!!

আমরা অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হই আর তার মধ্যে একটা অন্যতম সমস্যা হল উবুন্টুতে অনেক সফটওয়্যার একসাথে ইন্সটল করার পর যদি হঠাৎ করে আবার উবুন্টু রিইন্সটল করতে হয় তাইলে তো আর হইসে। এখন কি করার। অনেকেই অনেক সময় মানে অনেক উবুন্টুজ্ঞানী অনেক জিনিসের কথা বলেছেন। ধরেন তার মধ্যে একটি হল APTONCD ব্যাবহার করা।  বা আমাদের জামাল ভাই আরো ভালো একটা পদ্ধতি দেখিয়ে দিয়েছেন। আমি আজকে আরেকটা সহজ পদ্ধতি শিখানোর প্রয়াস চালাচ্ছি। দেখা যাক কি হয়???

বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০১০

উবুন্টুর জন্য আইডিএম এর বিকল্প এক ডাউনলোডার...

আমরা অনেক সময় উবুন্টুকে দোষ দিয়ে থাকি যে উবুন্টু এতো বাজে!!! স্বাভাবিক এক ডাউনলোডার নেই কি আর করবে। আমরা যারা উইন্ডোজ ব্যাবহার করি তারা আইডিএম ব্যাবহার করি তাই আর কোন ডাউনলোডার ব্যাবহার করতে চাই না। আসলেই আইডিএম একটা ভালো ডাউনলোডার। কিন্তু আমরা চাইলে আইডিএম ছাড়াও অন্য ডাউনলোডারের দিকে নজর দিলে ঠিকই ভালো ডাউনলোডার পাব। আজকে আমি উবুন্টু ব্যাবহারকারীদের একটা হতাশা থেকে দূর করার জন্য এই পোষ্ট অনেকদিন পর লিখতে বসলাম। আমরা idm এর পরিবর্তে jdownloader ব্যাবহার করতে পারি। নীচে এর এক্টা স্ক্রীণশট দেয়া হল।

রবিবার, ২ মে, ২০১০

উইন্ডোজ টুইক্স(পর্ব-২)

গত পোষ্টে আমরা দেখেছিলাম কিভাবে রেজিষ্ট্রি এডিট করে কম্পিউটারের গতি বাড়ানো যায়। আজকে আমরা এর ২য় পর্ব নিয়ে আলোচনা করবো।

IRQ Priority Tweak
******************
[HKEY_LOCAL_MACHINE \ System \ CurrentControlSet \ Control \ PriorityControl]

You will need to create a new DWORD: IRQ#Priority (where # is the number of the IRQ you want to prioritize) and give it a setting of 1. This setting gives the requisite IRQ channel priority over the other IRQs on a software level. This can be extremely important for functions and hardware subsystems that need real-time access to other parts of the system. There are several different subsystems that might benefit from this tweak. Generally, I recommend giving either the System CMOS or the video card priority. The System CMOS generally has an IRQ setting of 8, and giving it priority enhances the I/O performance of the system. Giving priority to the video card can increase frame rates and make AGP more effective.

You can give several IRQs priority, but I am not entirely certain how the system interacts when several IRQs are given priority – it may cause random instabilities in the system, although it is more likely that there's a parsing system built into Windows XP to handle such an occurrence. Either way, I would not recommend it.

QoS tweak
*********
QoS (Quality of Service) is a networking subsystem which is supposed to insure that the network runs properly. The problem with the system is that it eats up 20% of the total bandwidth of any networking service on the computer (including your internet connection). If you are running XP Professional, you can disable the bandwidth quota reserved for the system using the Group Policy Editor [gpedit.msc].

সোমবার, ২৬ এপ্রিল, ২০১০

উইন্ডোজ টুইক্স (পর্ব-১)

আসসালামুআলাইকুম... সবাই ভালো আছেনতো??? আজ আমরা উইন্ডোজের গতি বাড়ানোর কিছু পদ্ধতি বলবো। এটি রেজিস্ট্রি এডিটর দিয়ে করা লাগে। আজ আমরা শিখব কিভাবে উইন্ডজের স্টার্টাপের গতি বাড়ানো লাগে মাত্র কয়েক্টি কাজের মাধ্যমেই।

Windows Prefetcher
******************
[HKEY_LOCAL_MACHINE \ SYSTEM \ CurrentControlSet \ Control \ Session Manager \ Memory Management \ PrefetchParameters]
এখানে EnablePrefetcher নামে একটা সেটিং আছে। ঐখানে ভ্যালু ৩ এর বদলে ৫ করে দিন তাইলে Prefetcher আরো জলদি কাজ করতে পারবে ফলে পিসি স্টার্ট হবে অনেক জলদি।

সোমবার, ১৯ এপ্রিল, ২০১০

উইন্ডোজের গতি আরেকটু বাড়িয়ে নিন


এখানে আমরা যারা উইন্ডোজ ব্যাবহার করি তাদের অনেকেই কম গতিসম্পন্ন কম্পিউটার ব্যাবহার করে থাকি। উইন্ডোজে কাজ করার সময় র‌্যামের কিছুটা অংশ পেইজ ফাইল হিসেবে জমা হয়ে থাকে ফলে কম্পিউটারের গতিও আরো কমে যায়। কিন্তু আমরা চাইলে এই পেইজ ফাইলগুলো ডিলিট করে পিসির গতি বাড়াতে পারি। এই কাজ করতে হলে আপনাকে নীচের পদ্ধতি স্ক্রীণশটসহ অনুসরণ করতে হবে।
প্রথমেই কন্ট্রোল প্যানেলে গিয়ে এডমিনিস্ট্র্যাটিভ টুলে যেতে হবে।


সোমবার, ১২ এপ্রিল, ২০১০

অপেন অফিসের ফাইল চালান মাইক্রোসফট অফিসে!!

লিনাক্স বেসড অপারেটিং সিস্টেমে অফিস প্রোগ্রাম হিসাবে ব্যবহার করা হয় ওপেন অফিস। উন্মুক্ত এবং বিনামূল্যের এই ওপেন অফিস পাওয়া যায় www.openoffice.org এবং বহনযোগ্য সংস্করণ পাওয়া যায় এখানে
ওপেন অফিসে মাইক্রোসফট অফিসের ফাইল সমর্থন করলেও ওপেন অফিসের ফাইলগুলো (.odf) ফরম্যাটে থাকায় মাইক্রোসফট অফিসে সমর্থন করে না। তবে একটি প্লাগইন ব্যবহার করলেই ওপেন অফিসের ফাইলগুলো যেমন মাইক্রোসফট অফিসে চলবে তেমনই মাইক্রোসফট অফিস থেকে ওপেন অফিসের ফরম্যাটে ফাইলগুলো সংরক্ষণ করা যাবে। প্লাগইনটি www.sun.com/software/star/odf_plugin/get.jsp থেকে ফ্রি রেজিস্ট্রেশন করে ডাউনলোড করা যাবে।

সোমবার, ২৯ মার্চ, ২০১০

আপনার পেনড্রাইভকে বুটেবল করুন একদম সহজ উপায়ে....

আমরা সাধারণত উইন্ডোজ ইন্সটল দিয়ে থাকি সিডি দিয়ে। এতে করে বেশ সময় লেগে যায়। কিন্তু আমরা যদি পেনড্রাইভ দিয়ে বুট করে উইন্ডোজ ইন্সটল দেই তাইলে আরো কম সময়ে আপনি উইন্ডোজ ইন্সটল দিতে পারবেন। এজন্য আপনাকে আপনার পেনড্রাইভকে প্রথমেই বুটেবল করে দিতে হবে। সেজন্য আপনি নীচের পদ্ধতি অনুসরণ করুনঃ

* প্রথমে পেন-ড্রাইভটা NTFS এ ফরম্যাট করুন ।
এজন্য আপনি যদি উইন্ডোজ সেভেন ব্যাবহার করেন তাইলে শুধু ফরম্যাট দেয়ার সময় ঐখানে FAT32 এর বদলে NTFS দিয়ে ফরম্যাট করুন। ব্যাস কাজ শেষ।
  
* আপনার ড্রাইভে উইন্ডোস ৭ এর ডিস্ক ঢুকান ।

বুধবার, ২৪ মার্চ, ২০১০

উবুন্টুতে গ্রাব ২ পুনোরুদ্ধার..

আমরা প্রত্যেকেই যারা কম্পিউটার ব্যাবহার করে থাকি তাদের মধ্যে উবুন্টু এখন জনপ্রিয় হয়ে পড়েছে। আসলে উবুন্টুর সব ফিচারের জন্যই এটা দিনদিন জনপ্রিয়তা পাচ্ছে। তবে যারা উবুন্টু ব্যাবহার করেন তারা পাশাপাশি উইন্ডোজও ব্যাবহার করে থাকেন। অর্থাৎ ডুয়েল বুট দ্ধারা উবুন্টু আর উইন্ডোজ চালান। এক্ষেত্রে আসলে সমস্যা হয় কি যেহেতু উইন্ডোজ মানে সবসময় ভাইরাসের আক্রমণ লেগেই থাকে, তাই দুইদিন পরপর সেটআপ দেয়া লাগে। এর ফলে উবুন্টু আর পাওয়া যায় না। তখন সকলে মনে করেন যে উইন্ডোজ ইন্সটল দিলে আবার উবুন্টুও সাথে করে দিতে হবে। কিন্তু আসলেই এটা ঠিক না। উবুন্টুতে গ্রাব পুনোরুদ্ধার করে আবার ফিরিয়ে আনা যায়। এখানে আমি উবুন্টু ৯.১০ ভার্সনের গ্রাব অর্থাৎ গ্রাব ২ কিভাবে ফিরিয়ে আনা যায় তা নিয়ে আলোচনা করব।
প্রথমেই আপনি আপনার ডিস্ক ট্রেতে উবুন্টুর সিডি লাগিয়ে লাইভ সিডি চালান। তারপর আপনি আপনার পিসিতে যে অংশে উবুন্টু ইন্সটল করেছিলেন অর্থাৎ আপনার পিসির filesystem এ গিয়ে রাইট ক্লিক করে properties এ যান। ঐখানে আপনার পার্টিশনের নাম থাকবে। নীচের ছবি অনুসরন করুন।
 রাইট ক্লিক করে properties এ যান

বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০১০

আপনার ইন্টারনেট স্পীড যাচাই করুন...

আপনি চাইলে আপনি নিজের ইন্টারনেট কানেকশনে স্পীড কত তা যাচাই করে নিতে পারেন। এজন্য আপনাকে নিচের পদ্ধতি অনুসরণ করতে হবে।

১ম ধাপঃ আপনার ব্রাউজার খুলে নিচের লিংকটি প্রবেশ করানঃ
http://internetspeedometer.congland.com/


২য় ধাপঃ নিচের ছবির মত একটা পেইজ আসবে, ঐ লিংকে ক্লিক করুন।


মঙ্গলবার, ১৬ মার্চ, ২০১০

আপনার ওয়েবপেইজ PDF আকারে সেইভ করুন....

আমরা সাধারণত PDF ফাইল PDF Maker দিয়ে বানিয়ে থাকি। এই পোষ্ট আমরা PDF ফাইল বানানো নিয়ে আলোচনা করব। সাধারণত আমরা যেকোন ওয়েবপেইজ বুকমার্ক করে থাকি। এটাই সবচেয়ে সহজ উপায়। কিন্তু যেসময় উইন্ডোজ পুনরায় সেটআপ দেয়া লাগে তখন আর এই দরকারি বুকমার্কগুলো পাওয়া যায় না। এইজন্য অতি জনপ্রিয় ব্রাউজার ফায়ারফক্স একটি add-onns বানিয়েছে। তার নাম হল Web2PDF Cnverter। এর মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় ওয়েবপেইজ PDF আকারে সেইভ করে রাখতে পারবেন। এতে কোন ঝামেলা নেই আর আপনার উইন্ডোজ বা ব্রাউজার পুনরায় সেটআপ দিলে কোন সমস্যা হবে না। এজন্য আপনাকে নিচের ঠিকানা থেকে add-onns টি নামাতে হবেঃ
https://addons.mozilla.org/en-US/firefox/addon/14979


সোমবার, ১৫ মার্চ, ২০১০

উবুন্টুতে ব্লটুথ ব্যাবহার করে মোবাইল দিয়ে ইন্টারনেট ব্যাবহার

ব্লু টুথ এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে চাইলে এই পদ্ধতি অনুসরন করতে পারেন । প্রথমে কম্পিউটারে ব্লু-টুথ ডিভাইসটি যুক্ত করতে হবে, তাহলে উপরের প্যানেলে নীল রং এর একটি চিহ্ন দেখা যাবে। এবার মোবাইলের ব্লুটুথ অন করে ডিভাইস সার্চ করতে হবে । সহজেই পাবার কথা; ডিভাইসটি পেয়ার করার জন্য পাসওয়ার্ড ব্যবহারের প্রয়োজন হতে পারে।

টারমিনাল ওপেন করুন

Applications >> Accessories >> Terminal

এবার পরপর নিচের ধাপ গুলি অনুসরন করতে হবে। বোঝার সুবিধার জন্য কিছু কিছু ক্ষেত্রে আমি আমার নিজের ডিভাইসটির জন্য টারমিনালে যেমন লেখা এসেছে সেটি দিয়েছি; আপনাদের ক্ষেত্রে এটি ভিন্ন হতে পারে।

বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০১০

উবুন্টুতে xampp server ইন্সটল অতঃপর ওয়ার্ডপ্রেস বা জুমলা ব্যাবহারের সহজ উপায়.....

আমরা সবাই সবসময় অনেকেই বলি উইন্ডোজে যেরকম ওয়ার্ডপ্রেস বা জুমলার কাজ করা যায় ঠিক তেমনি উবুন্টুতে কাজ করা যায় না। আজকের এই পোষ্ট ঐসব পাব্লিকের জন্য যারা উবুন্টুর সম্বন্ধে এসব কুরটনা রটাতে থাকেন। আমরা অনেকেই ওয়ার্ডপ্রেস বা জুমলার কাজ করতে পিসিকে localhost এ পরিণত করি আর এজন্য প্রয়োজন xampp বা wamp server। আমি এখানে xampp server কিভাবে উবুন্টুতে ইন্সটল করতে হয় তা দেখাব।

প্রথমেই উবুন্টুতে xampp ইনস্টল করার জন্য এই ঠিকানা থেকে লিনাক্স অপারেটিং সিস্টেমে ইনস্টলের উপযোগী সর্বশেষ সংস্করণটি ডাউলোড করে নিতে হবে। xampp ফাইলটা যেখানে ডাউনলোড করা হয়েছে সেখান থেকে ফাইলটা filesystem/opt ফোল্ডারে এক্সট্রাক্ট করতে হবে এবং অবশ্যই তা sudo nautilus দিয়ে করতে হবে। যদি ফাইলটা ডেক্সটপে সেইভ করে থাকেন তবে টারমিনাল ব্যবহার করে নিচের পদ্ধতি অনুযায়ী ইনস্টল করা যাবেঃ

$cd Desktop
এর পরের ধাপগুলি সঠিকভাবে সম্পন্ন করতে ব্যবহারকারীরে সুপার ইউজার মোডে কাজ করতে হবে । এই মোড চালু করতে টারমিনালে লিখতে হবে
$sudo -s
এখন আপনার যে ফাইলটি ডাউনলোড করেছিলেন তা filesystem/opt ফোল্ডারে extract করতে নিচের কমান্ড দিন
$sudo tar xvfz xampp-linux-1.7.3a.tar.gz -C /opt
xampp চালু করতে হলে লিখুন
$sudo /opt/lampp/lampp start
xampp চালু হওয়ার পর আপনার ব্রাঊজার খুলে লিখুন
http://localhost
আপনি নিচের পেইজ দেখতে পারবেন


মঙ্গলবার, ৯ মার্চ, ২০১০

একটি চমৎকার ম্যাসেঞ্জার Digsby



আমরা যারা উইন্ডোজ বা উবুন্টু ব্যাবহার করি তারা অনেকেই হয়তোবা yahoo, msn, google talk ইত্যাদি ম্যাসেঞ্জার ব্যাবহার করে থাকেন। এখন প্রত্যেকের একটা না দুই তিনটা করে মেইল আইডি আছে। এখন যদি কেউ yahoo, msn, google talk ইত্যাদির আইডি থাকে তাইলে কি সবগুলো পিসিতে ইন্সটল দিব নাকি?? আমার উবুন্টুতে কোনো সমস্যা হয় না কেননা এখানে এক ম্যাসেঞ্জারে সব ফিচার দিয়ে দিয়েছে। কিন্তু উইন্ডোজ ব্যাবহারকারীরা কি করবেন?? তাদের জন্য অনেক সমস্যা তাই না। আসলে আর সমস্যা হবে না। এখন থেকে আপনি চাইলে সবকিছু এক জায়গা থেকেই করতে পারেন। আর তা করবেন Digsby সফটওয়্যার দিয়ে। আপনি এটি নীচের লিংক থেকে ডাউনলোড করতে পারেনঃ
http://www.digsby.com/?utm_campaign=makeuseof&utm_source=vid&utm_medium=vid&utm_content=vid



DIGSBY= IM+EMAIL+SOCIAL NETWORKS

শুক্রবার, ৫ মার্চ, ২০১০

মঙ্গলবার, ২ মার্চ, ২০১০

আপনার পিসিতে বাংলা দেখার সমস্যা??? আর ঝামেলা নয়...

আমরা অনেক সময় এক্সপিতে বাংলা লেখা দেখতে পাই না। এইজন্য আমরা নেটে বাংলা ভাষার ব্যাবহারও করতে পারি না। তাই আপনি নীচের কাজটুকু করলে এখন থেকে বাংলা দেখতে পারবেন।

Step 1. Download iComplex.exe - Complex sript installer From here: http://omicronlab.com/download/tools/IComplex_Lite_2.0.0.exe. Its a lite version with only bangla .

For full Version click here : http://omicronlab.com/download/tools/iComplex_2.0.0.exe .
Install them by double clicking . If windows warns you approve it to work .
After installing windows will tell you to restart . Restart your PC . This step is not needed if you have vista , seven or linux.

শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১০

আপনার উবুন্টুর বুট স্ক্রীন পরিবর্তন করুন...




XSplash হল এমন এক সফটওয়্যার যার মাধ্যমে আপনি আপনার উবুন্টুর বুট স্ক্রীন পরিবর্তন করতে পারেন। আপনাকে সমস্ত জীবন একই বুট স্ক্রীন নিয়ে থাকতে হবে না আপনি চাইলেই তা পরিবর্তন করতে পারেন। উপরেরটা হল আমার বুট স্ক্রীন...

আপনি যদি চান আপনার বুট স্ক্রীন পরিবর্তন করতে তাহলে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ

শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১০

মুঠোফোনে দেখুন বাংলা ওয়েবসাইট



বর্তমান যুগ হল মোবাইলের যুগ। এই মোবাইল দিয়ে যেমন আমরা কথা বলতে পারি ঠিক তেমনি মোবাইল ইন্টারনেট আমাদের হাতের মুঠোয় পুরো দুনিয়া এনে দিয়েছে। কিন্তু দুঃখের ব্যাপার এটি দিয়ে বাংলা ওয়েবসাইট দেখা যায় না। কিন্তু যদি আপনারা মোবাইলে অপেরা মিনি থাকে তাইলে এখন থেকে আপনি বাংলা ওয়েবসাইট দেখতে পারবেন। প্রথমেই নীচের ওয়েবসাইট থেকে অপেরা মিনি ডাউনলোড করে নিনঃ
http://www.opera.com/mini

এবার address bar এ গিয়ে লিখুন opera:config এবং ok করুন। এরপর ইউজার সেটিংস আসবে আর এখান থেকে User bitmap fonts for complex scipts অপশনে yes দিয়ে সেইভ করুন। এখন menu/tools/settings এ যান এবং mobile view অপশন চালু করে বেরিয়ে আসুন। এখন ইউনিকোড সমর্থিত সকল বাংলা ওয়েবসাইট আপনি ঘুরে দেখতে পারেন।

ফায়ারফক্স ৩.৬ ব্রাউজার একখান বানাইসে



আমার ফায়ারফক্স এর স্ক্রীনশটটি দেখুন। কি??? কিরকম লাগে.....

বিশ্বের ব্যাবহৃত ব্রাউজারদের মধ্যে অন্যতম এক ব্রাউজার হল ফায়ারফক্স এটা মোটামোটি আমাদের সবার জানা। এটি অনেক ফাস্ট ব্রাউজ করে বলে অতি জনপ্রিয়, তাছাড়া এটি মুক্ত সফটওয়্যার এর অন্তর্ভূক্ত। বর্তমানে ফায়ারফক্সের নতুন ভার্সন ৩.৬ বেরিয়ে গেছে। এটি আগের সব ভার্সন থেকে আরো দ্রুত গতিতে ব্রাউজ করতে পারে। সবচেয়ে মজার ব্যাপার হল এতে আগের ভার্সনগুলোর মত থিম নেই। এর থিমগুলো একটু ভিন্ন এবং মারাত্তক সুন্দর যা এই ভার্সঙ্কে আরো ফুটিয়ে তোলে। উইন্ডোজ ব্যাবহারকারীরা নীচের লিংক থেকে ডাউনলোড করতে পারেনঃ
http://www.mozilla.com/en-US/firefox/all-rc.html

বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১০

প্লুটোর রং আরও লাল হচ্ছে


০৬/০২/২০১০ তারিখের প্রথম আলো পত্রিকা কারা কারা পড়েছেন?? তাহলে নিশ্চয়ই এই ঘটনা লক্ষ্য করেছেন। আর যারা প্রথম আলো পড়েন নি তারা নীচের লিংক থেকে পড়ে ফেলতে পারেনঃ
http://www.prothom-alo.com/detail/date/2010-02-06/news/40296

আসলেই ঘটনাটি জানা অনেক প্রয়োজন।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, সৌরজগতের সদস্য প্লুটো ক্রমাগত লাল হয়ে উঠছে। হাবল মহাকাশ দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখা গেছে, প্লুটো স্বাভাবিক অবস্থার চেয়ে ২০ শতাংশ বেশি লাল বর্ণ ধারণ করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, তাঁদের ধারণা, প্লুটোর পৃষ্ঠের বরফের পরিবর্তন এবং কক্ষপথের নতুন দশায় যাওয়ার কারণে এই লাল বর্ণ ধারণের ঘটনা ঘটছে। নতুন ছবিতে দেখা গেছে, প্লুটোর পৃষ্ঠের উত্তরে জমাট নাইট্রোজেন উজ্জ্বল হয়ে উঠছে এবং দক্ষিণ অংশ কালো হচ্ছে।
নাসার স্পেস টেলিস্কোপ সায়েন্স ইনস্টিটিউট এক বিবৃতিতে জানিয়েছে, সম্ভবত সূর্যের দিকে থাকা মেরুর বরফ গলছে এবং তা বিপরীত মেরুতে জমা হচ্ছে। এ কারণেই এই পরিবর্তন দেখা যাচ্ছে। তবে কয়েকজন জ্যোতির্বিদ এই পরিবর্তনে উদ্বেগ জানিয়েছেন। সাউথওয়েস্ট রিসার্চ ইনস্টিটিউটের মার্ক বুইয়ে বলেন, ‘এত বড় ও দ্রুত পরিবর্তন অবাক করার মতো বিষয়। এমনটি আগে দেখা যায়নি।’
২০০৬ সালে বিজ্ঞানীরা প্লুটোর গ্রহের মর্যাদা কেড়ে নেন। একে বামন গ্রহ হিসেবে অভিহিত করেন তাঁরা।


তথ্য: বিবিসি

উবুন্টুর কমান্ড লাইনের অ আ ক খ: ডরনা মানা হ্যায়

এর আগের পোস্টে উবুন্টুর বিভিন্ন সমস্যার গ্রাফিক্যাল সমাধান দেওয়ার চেষ্টা করেছিলাম। আজ সহজ ভাবে চেষ্টা করব একদম নতুন ইউজারদের কমান্ড লাইন ভীতি দূর করা যায় কিনা। বিভিন্ন কমান্ডগুলো ভেঙ্গে ভেঙ্গে ব্যাখ্যা করে প্রতিটার কাজ আলাদাভাবে বলব।

উইন্ডোজের যেমন C ড্রাইভ, উবুন্টুর তেমনি File System ড্রাইভ। এই ড্রাইভটি প্রোটেক্টেড। হোম ফোল্ডার ছাড়া কোন ফোল্ডারের কোন কিছুই পেস্ট, ডিলিট, রিনেম করা যায় না। কিন্তু বিভিন্ন কাজে আপনাকে এখানে ফাইল পেস্ট, ডিলিট, রিনেম করতে হতে পারে (পরে এ ব্যাপারে বলছি)। সেক্ষেত্রে আপনাকে অ্যাডমিনিস্ট্রেটর (root) মুডে কাজ করতে হবে।যেকোন কমান্ডের আগে sudo কিওয়ার্ড ব্যবহার করা মানে সেই কমান্ডটাকে root কমান্ডে পরিবর্তন করা। sudo ব্যবহারের মাধ্যমে আপনি কম্পিউটারে যা খুশি পরিবর্তনের অধিকার পাচ্ছেন, যে কোন কাজে। কোন কমান্ড দেবার পর পারমিশন ডিনাইড দেখালে শুধু আগে sudo লাগান! তবে সতর্ক থাকতে হবে, কারণ না জেনে কোন কমান্ড root হিসেবে দিলে সিস্টেম ক্র্যাশ করতে পারে।

একখান জব্বর আইডিয়া!!! আপনার পেনড্রাইভের জায়গা বাড়িয়ে নিন........

আমরা সাধারণত দেখি যে পেনড্রাইভের ফম্যাট থাকে FAT বা FAT32, যার জন্য কিছু জায়গা কম পাওয়া যায়। আমরা চাইলে এটি NTFS ফরম্যাটে নিয়ে জায়গা বাড়িয়ে নিতে পারি।
সেজন্য প্রথমেই পেনড্রাইভটি ফরম্যাট করতে হবে। তারপর রানে গিয়ে cmd লিখে এন্টার দিন।এবং লিখুন convert X:/FS:NTFS লিখে এন্টার করুন। এখানে X এর জায়গায় আপনার পেনড্রাইভের যে ড্রাইভ লেটার আছে তা দিন যেমন J,I হলে ঐটা। এখন My Computer এ right click করে properties এ যান। এখানে Compress Drive To Save Disk Space অপশনে টিক চিহ্ন দিয়ে ok করুন। এখন Apply To Sub Folders and Files অপশনে ok করে বের হয়ে আসুন।
এখন পেনড্রাইভে কোন ফাইল কপি করলে বেশ জায়গা নিবে না ফলে অনেক মেমোরি বাঁচবে। কি হল না একটা জব্বর আইডিয়া??

বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১০

বিনা ভিসাতে বিদেশ ভ্রমন!!! :P


শিরোনাম দেখে হয়তো অনেকে ভ্রু কুঁচকাচ্ছেন। ভাবছেন এটাও কি সম্ভব! :|| জ্বী, বিশ্বের এমন কিছু দেশ আছে যেখানে যেতে ভিসার প্রয়োজন নেই, শুধু বাংলাদেশের পাসপোর্ট থাকলেই হবে। আর এমন কিছু দেশ আছে যেখানে ল্যান্ড করার পরে এয়ারপোর্ট থেকে (on arrival) ভিসা পাওয়া যায়, তবে কোন কোন দেশের ক্ষেত্রে অবশ্য ফি দিতে হয়। :-P

Travel ভিসা ছাড়া যাওয়া যাবে এবং অবস্থান করা যাবে এমন দেশগুলো হচ্ছে এশিয়া মাহাদেশের মধ্যে ভুটান (যত দিন ইচ্ছা), শ্রীলংকা (৩০ দিন), দ: কোরিয়া (৯০ দিন), আফ্রিকা মহাদেশের মধ্যে কেনিয়া (৩ মাস), মালাউই (৯০ দিন), সেশেল (১ মাস), আমেরিকা মাহাদেশের মধ্যে ডোমিনিকা (২১ দিন), হাইতি (৩ মাস), গ্রানাডা (৩ মাস), সেন্ট কিট্‌স এ্যান্ড নেভিস (৩ মাস), সেন্ড ভিনসেন্ট ও গ্রানাডাউন দ্বীপপুঞ্জ (১ মাস), টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ (৩০ দিন), মন্টসের্রাট (৩ মাস), ব্রিটিশ ভার্জিন দ্বীপমালা (৩০ দিন), ওশেনিয়া মাহাদেশের মধ্যে ফিজি (৬ মাস), কুক দ্বীপপুঞ্জ (৩১ দিন), নাউরু (৩০ দিন), পালাউ (৩০ দিন), সামোয়া (৬০ দিন), টুভালু (১ মাস), নুউ (৩০ দিন), ভানুয়াটু (৩০ দিন) এবং মাক্রোনেশিয়া তিলপারাষ্ট্র (৩০ দিন) অন্যতম।

এছাড়াও যেসব দেশে প্রবেশের সময় (on arrival) ভিসা পাওয়া যাবে সেগুলো হচ্ছে এশিয়ার মধ্যে আজারবাইজান (৩০ দিন, ফি ১০০ ডলার), জর্জিয়া (৩ মাস), লাউস (৩০ দিন, ফি ৩০ ডলার), মালদ্বীপ(৩০ দিন), মাকাউ (৩০ দিন), নেপাল (৬০ দিন, ফি ৩০ ডলার), সিরিয়া (১৫ দিন), পূর্ব তিমুর (৩০ দিন, ফি ৩০ ডলার), আফ্রিকা মহাদেশের মধ্যে বুরুন্ডি, কেপ ভার্দ, কোমোরোস, জিবুতি (১ মাস, ফি ৫০০ জিবুতিয়ান ফ্রাঙ্ক), মাদাগাস্কার (৯০ দিন, ফ্রি ১,৪০,০০০ এমজিএ), মোজাম্বিক (৩০ দিন, ফি ২৫ ডলার), টোগো (৭ দিন, ফি ৩৫,০০০ এক্সডিএফ) এবং উগান্ডা (৩ মাস, ফি ৩০ ডলার)।

ফ্লাইট, টিকিট, হোটেল ইত্যাদি সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যাবে নীচের ওয়েবসাইট থেকে
http://travel.yahoo.com
http://www.farecompare.com
http://www.airfare.com

তবে বাংলাদেশের এয়ারপোর্ট রওনা হবার সময় কিছু সুযোগ সন্ধানী অফিসার ভিসা নেই বা আপনার সমস্যা হবে এই মর্মে হয়রানি করতে পারে টু-পাই কামানোর জন্য। কেউ এসব দেশে বেড়াতে যেতে চাইলে টিকিট কেনার সময় আরো তথ্য জেনে নিতে পারেন।

ভূতের শহর লাখো ডলারে বিক্রি............


হেডলাইন দেখে মনে হয় না কি আজব এক পোষ্ট হইব.... আসলে এইটা একটা সত্যিকারের ঘটনা। একবার কষ্ট করে পুরোটা পড়ে দেখেন। তারপর ভালো লাগলে বা না লাগলে বলিয়েন...

সাবেক সোভিয়েত ইউনিয়নের সেনা ক্যাম্প হিসেবে ব্যাবহৃত একটি শহর গত শুক্রবার নিলামে বিক্রি করে দিয়েছে লাটভিয়া। স্ক্রন্দা-১ নামের শহরটি ৩১ লাখ ডলারে কিনে নিয়েছে রাশিয়ার বেসরকারি একটি প্রতিষ্ঠান। নিলামে নির্ধারিত সর্বনিম্ন দামের ১০ গুণ বেশি দামে বিক্রি হয়। দীর্ঘদিন ধরে এই শহরটি পরিত্যাক্ত ছিল তাই এর নাম হয়ে উঠে 'ভূতের শহর'। মজার না ব্যাপারটা।

লাটভিয়ার রাজধানী রিগা থেকে ১৫০ কিলোমিটার পশ্চিমে স্ক্রন্দা-১ এর অবস্থান। ১৯৮০ সালে এই শহরের সৃষ্টি। রাডার স্টেশন হিসেবে ব্যাবহার করার কারণেই সোভিয়েত ইউনিয়নের মানচিত্রে একে দেখা দেখা যায় না। এখান থেকে মহাকাশ নিরীক্ষা করা হত, সম্ভাব্য নাকি মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা নজরদারি করা হত। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরও ঘাঁটিটি ব্যাবহার করেছিল রাশিয়া। ১৯৯৫ সালে মার্কিন এক্টি প্রতিষ্টান রাডারযক্ত গুরুত্বপূর্ণ একটা ভবণ বম মেরে উড়িয়ে দেয় ফলে শহরটি খালি হয়ে যায়।

প্রায় ১ যুগ ধরে পরিত্যাক্ত ৮৫ হেক্টর(১১১ একর) এলাকার এই শহরে ধ্বংশপ্রাপ্ত ৭০ টি ভবণ রয়েছে। লাটভিয়ার আবাসন ব্যাবসায়ীরা রাশিয়ায় বিনিয়োগ করতে উদগ্রীব থাকার কারণে তাদের সচেতন করার জন্য রাশিয়ার কাছে শহরটি বিক্রি করা হয়েছে।


সূত্রঃ বিবিসি

উবুন্টু টিউটরিয়ালঃ সব ডাটা ব্যাকআপ করে রাখুন একদম পেইনলেস উপায়


আমরা যারা নতুন ইউজার বা পুরাতন ইউজার আছি অনেক সময় ভুলবশত অনেক ডাটা বা সিস্টেমের ফাইল ডিলেট করে ফেলি পরে আমাদের নানা সমস্যায় ভুগতে হয়। অনেক সময় সিস্টেম ক্রাশ হয়ে যায় ফলে নতুন করে আবার উবুন্টু ইন্সটল করে সফটওয়্যার ইন্সটল করা বিরক্তিকর কাজ। X( এর থেকে বাঁচার একটা উপায় আমি খুঁজে পেয়েছিলাম। :)