শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১০
ফায়ারফক্স ৩.৬ ব্রাউজার একখান বানাইসে
আমার ফায়ারফক্স এর স্ক্রীনশটটি দেখুন। কি??? কিরকম লাগে.....
বিশ্বের ব্যাবহৃত ব্রাউজারদের মধ্যে অন্যতম এক ব্রাউজার হল ফায়ারফক্স এটা মোটামোটি আমাদের সবার জানা। এটি অনেক ফাস্ট ব্রাউজ করে বলে অতি জনপ্রিয়, তাছাড়া এটি মুক্ত সফটওয়্যার এর অন্তর্ভূক্ত। বর্তমানে ফায়ারফক্সের নতুন ভার্সন ৩.৬ বেরিয়ে গেছে। এটি আগের সব ভার্সন থেকে আরো দ্রুত গতিতে ব্রাউজ করতে পারে। সবচেয়ে মজার ব্যাপার হল এতে আগের ভার্সনগুলোর মত থিম নেই। এর থিমগুলো একটু ভিন্ন এবং মারাত্তক সুন্দর যা এই ভার্সঙ্কে আরো ফুটিয়ে তোলে। উইন্ডোজ ব্যাবহারকারীরা নীচের লিংক থেকে ডাউনলোড করতে পারেনঃ
http://www.mozilla.com/en-US/firefox/all-rc.html
আর উবুন্টু ব্যাবহারকারীরা শুধু আপডেট করলেই চলবে। এজন্য ubuntuzilla নামে একটি ছোট ফাইল ডাউনলোড করে ইন্সটল করতে হবে। এটি নীচের লিংক থেকে পাওয়া যাবেঃ
http://sourceforge.net/projects/ubuntuzilla/files/ubuntuzilla/4.7.4/ubuntuzilla-4.7.4-0ubuntu1-i386.deb/download
ইন্সটল করার পর terminal খুলে $ubuntuzilla.py কমান্ডটি টাইপ করুন এবং বসে থাকুন, কারন আপনার কাজ এখানেই শেষ আর অপেক্ষা করুন ফায়ারফক্স এর latest version ব্যাবহার করার জন্য।
তাছাড়া আপনার ফায়ারফক্সকে আরো সুন্দর করে তুলতে হলে personas নামের add-ons টি ইন্সটল করে নিতে পারেন। এতে আপনারা নতুন নতুন এবং একটু ভিন্ন ধরনের look দেখবেন ফায়ারফক্সের এসেছে। এটি আপনি নীচের লিংক থেকে ডাউনলোড করতে পারবেনঃ
https://addons.mozilla.org/en-US/firefox/addon/10900
এর দ্বারা পোস্ট করা
আদনান শওকত
এই সময়ে
২/১২/২০১০ ০৪:৩০:০০ PM
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন
লেবেলসমূহ:
ফায়ারফক্স
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
4 মন্তব্য(গুলি):
হুমমম, তাহলে তো আজই ডাউনলোড করতে হয়।
জ্বী অবশ্যই...
দারুন পোষ্ট । এবারের ফায়ারফক্সটা আসলেই অনেক সুন্দর করেছে , যেমন গতি তেমন গেট-আপ ।
ধইন্যা....:):):)
একটি মন্তব্য পোস্ট করুন