Pages

শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১০

আপনার উবুন্টুর বুট স্ক্রীন পরিবর্তন করুন...




XSplash হল এমন এক সফটওয়্যার যার মাধ্যমে আপনি আপনার উবুন্টুর বুট স্ক্রীন পরিবর্তন করতে পারেন। আপনাকে সমস্ত জীবন একই বুট স্ক্রীন নিয়ে থাকতে হবে না আপনি চাইলেই তা পরিবর্তন করতে পারেন। উপরেরটা হল আমার বুট স্ক্রীন...

আপনি যদি চান আপনার বুট স্ক্রীন পরিবর্তন করতে তাহলে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ

১. আপনার নটিলাস স্ক্রীন খুলুন, (Alt+F2) দিয়ে রানের মাঝে লিখুন 'gksu nautilus'
২. আপনার ডাউনলোডকৃত থীম .tar.gz ফরম্যাটে থাকে তাই একে extract করে file system/usr/share/images/xsplash folder এ নিয়ে গিয়ে কপি করে দিয়ে দিন। কিন্তু মনে রাখবেন ঐ গোল্ডারে আগে যেসব ফাইল রাখা ছিল তা অন্য জায়গায় cut copy করে সরিয়ে নিবেন।

যেসময় আপনার নতুন থীম ফাইল রেখে দিবেন ফোল্ডারে তখন terminal খুলে লিখুন
$sudo xsplash
তখন আপনি আপনার বুট স্ক্রীন দেখতে পারবেন। ঐখান থেকে বের হতে হলে esc বাটনে চাপুন। আপনি নীচের লিংক থেকে থীমগুলো ডাউনলোড করে ফেলতে পারেন।

Fusion: http://gnome-look.org/content/show.php/Fusion-GX-v00+%5B200911-21%5D?content=115833

XSplash crunch: http://gnome-look.org/content/show.php/Xsplash+-+Crunchy+Branch?content=115543

XSplash Cf: http://gnome-look.org/content/show.php/XSplash-CF-GX?content=115657

PackoXsplash-HD_2: http://gnome-look.org/content/show.php/PackoXsplash+HD?content=115120

4 মন্তব্য(গুলি):

Ayon বলেছেন...

valo post........ :)

আদনান শওকত বলেছেন...

জ্বী ধন্যবাদ.....:)

নামহীন বলেছেন...

চমতকার লেখা তবে সাইট নিয়ে আমার কিছু মন্তব্য আছে । সাইটটা অনেক গেজেট ব্যবহার করার কারনে ভারী হয়ে গেছে । কিছু কিছু গেজেট একদম দরকার নেই যেমন ফেসবুক ফ্যান পেজ , স্লাইডশো , পোল এই গুলো ।
ফ্যান পেজ এর গেজেটের বদলে লিঙ্ক দিয়ে রাখলে ভালো হত ।
থীম টা খুব সুন্দর হয়েছে ।

চালিয়ে যান লেখা , আরেকটা কথা একদিন এ অনেক অনেক পোষ্ট না দিয়ে দুইদিন অন্তর অন্তর নিয়মিত পোষ্ট দিন । ব্লগের উপকার হবে , যারা ভিজিটর তারা নিয়মিত আসবেন দেখার জন্য কি দেয়া হল ।

লেখার বিষয় হিসেবে অনেক কিছুই লেখা যায় , ফ্রী এন্টি-ভাইরাস , ফ্রী নতুন এলবাম ডাউনলোডের লিঙ্ক , নতুন সফটওয়্যার ট্রিক্স ইত্যাদি আর কি ।

আদনান শওকত বলেছেন...

জ্বী ধন্যবাদ জানিয়ে দেয়ার জন্য...

একটি মন্তব্য পোস্ট করুন