Pages

মঙ্গলবার, ৯ মার্চ, ২০১০

একটি চমৎকার ম্যাসেঞ্জার Digsby



আমরা যারা উইন্ডোজ বা উবুন্টু ব্যাবহার করি তারা অনেকেই হয়তোবা yahoo, msn, google talk ইত্যাদি ম্যাসেঞ্জার ব্যাবহার করে থাকেন। এখন প্রত্যেকের একটা না দুই তিনটা করে মেইল আইডি আছে। এখন যদি কেউ yahoo, msn, google talk ইত্যাদির আইডি থাকে তাইলে কি সবগুলো পিসিতে ইন্সটল দিব নাকি?? আমার উবুন্টুতে কোনো সমস্যা হয় না কেননা এখানে এক ম্যাসেঞ্জারে সব ফিচার দিয়ে দিয়েছে। কিন্তু উইন্ডোজ ব্যাবহারকারীরা কি করবেন?? তাদের জন্য অনেক সমস্যা তাই না। আসলে আর সমস্যা হবে না। এখন থেকে আপনি চাইলে সবকিছু এক জায়গা থেকেই করতে পারেন। আর তা করবেন Digsby সফটওয়্যার দিয়ে। আপনি এটি নীচের লিংক থেকে ডাউনলোড করতে পারেনঃ
http://www.digsby.com/?utm_campaign=makeuseof&utm_source=vid&utm_medium=vid&utm_content=vid



DIGSBY= IM+EMAIL+SOCIAL NETWORKS



Digsby দিয়ে যে আপনি শুধু প্রত্যেক ম্যাসেঞ্জারে চ্যাট করতে পারবেন তা না এটা দিয়ে কল করা যায় তাছাড়া এতা ফেইসবুক চ্যাট রয়েছে। আমরা অনেক সময় ফেইসবুকে কাটাই এবং বন্ধুদের সাথে চ্যাট করি কিন্তু নেট স্পীড কম হওয়ায় অনেক সময় চ্যাট করতে সমস্যা হয়। কিন্তু Digsby দিয়ে আপনি আরামেই আপনার বন্ধুর সাথে চ্যাট করতে পারেন।



শুধু তাই নয় এটি দিয়ে আপনি মেইল চ্যাক করতে পারবেন। আরো বড় সুবিধা হল আপনি ফেইসবুক, টুইটারে লাইভ আপডেট দেখতে পারবেন আর নিজের লিখাও আপডেট করতে পারবেন। তাই আর দেরি করে লাভ কি?? জলদি জলদি Digsby ডাউলোড করুন আর ব্যাবহার করে বুঝে নিন এর উপকারিতা।
প্রথমেই ডাউনলোড পরে আপনাকে Digsby তে ঢুক্তে ইউজার নেম ও পাসওয়ার্ড চাইবে তখন আপনি রেজিস্ট্রেশন করে ফেলবেন। পরে লগ ইন করে আপনার সব আইডি যোগ করে দিন, ব্যাস কাজ শেষ, এখন আপনি ব্যাবহার করুন।


বিঃদ্রঃ লিনাক্সে ব্যাবহারের জন্য এর কাজ চলছে।

3 মন্তব্য(গুলি):

আদনান শওকত বলেছেন...

আশা করি এটা সবারই ভালো লাগবে। লাগলে জানাবেন!!!

Jamal Uddin Khan বলেছেন...

খুব ভালো হইসে ,চালায়া যাও :)

আদনান শওকত বলেছেন...

ধইন্যা....:):):)

একটি মন্তব্য পোস্ট করুন